বুধবার, ২১ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » মনোনয়ন চুড়ান্ত, শিগগিরই তালিকা প্রকাশ করা হবে-রিজভী।। লালমোহন বিডিনিউজ
মনোনয়ন চুড়ান্ত, শিগগিরই তালিকা প্রকাশ করা হবে-রিজভী।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অনুগত নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
বুধবার ২১ নভেম্বর সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
রিজভী বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় সম্পৃক্ত হতে খুব শিগগিরই বিএনপি মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।
রিজভী আরও বলেন, ‘রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে রাষ্ট্রপতির সন্তান যিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থী তার নেতৃত্বে কিভাবে আপ্যায়ন ও সভা করে? এই বিষয়ে নির্বাচন কমিশনকে অভিহিত করা হয়েছে। নির্বাচনের প্রস্তুতি আছে। এছাড়া সরকারের তাণ্ডব চলছে সবকিছু মাথায় রেখেই যারা চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন শিগগিরই তাদের তালিকা প্রকাশ করা হবে।’