মঙ্গলবার, ২০ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত– কাদের।। লালমোহন বিডিনিউজ
একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত– কাদের।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, আমাদের দলীয় মনোনয়ন মোটামুটি শেষ করেছি। এখন অ্যালায়েন্সের সঙ্গে আলাপ আলোচনা, সিট শেয়ারিং নিয়ে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। খুব শিগগিরই এটি ঠিক হয়ে যাবে।
মন্ত্রী-এমপিদের মধ্যে অনেকে মনোনয়ন পাচ্ছে না গণমাধ্যমের এমন সংবাদের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, মন্ত্রীরা ভালো না, এমপিরা ভালো না এটি কেমন কথা। আপনারা আমাকে বলুন তো কোন মন্ত্রী খারাপ। আমাকে প্রমাণ দিন যে, অমুক মন্ত্রী খারাপ। এর পরেই হবে মনোনয়ন দেয়া না দেয়ার সিদ্ধান্ত।
তিনি বলেন, কক্সবাজারের সংসদ সদস্য আবদুর রহমান বদিকে আমরা এবার ড্রপ করছি। তাকে মনোনয়ন দিচ্ছি না।
ওবায়দুল কাদের বলেন, এই মুহূর্তে এ বিষয়ে আমার কথা বলা ঠিক হচ্ছে কিনা জানি না। কারণ কারা মনোনয়নের পাচ্ছেন তার খসড়া করা হয়েছে।