
মঙ্গলবার, ২০ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » রাজধানী | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » ছাত্রলীগ সম্পাদক গোলাম রাব্বানী আইসিইউতে।। লালমোহন বিডিনিউজ
ছাত্রলীগ সম্পাদক গোলাম রাব্বানী আইসিইউতে।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) রাখা হয়েছে।
মঙ্গলবার ২০ নভেম্বর এ তথ্য জানিয়েছেন ছাত্রলীগের সাবেক তথ্যপ্রযুক্তি বিষয়ক উপ-সম্পাদক শফিকুল আলম রেজা।
শফিকুল রেজা জানান, সোমবার জ্বর হলে দুপুর ১২টায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় গোলাম রাব্বানীকে। আজ (মঙ্গলবার) তার শারীরিক অবস্থার অবনতি হলে দুপুর ১২টায় আইসিইউতে নেয়া হয়।
এর আগে গোলাম রাব্বানীর মামা খায়রুজ্জামান লিটন বলেন, ‘রাব্বানীর প্লাটিলেট ক্রমেই কমে যাচ্ছে। চিকিৎসকেরা ইতিমধ্যে তার ওষুধ পরিবর্তনও করেছেন। রাব্বানীকে প্লাটিলেট দেওয়ার জন্য প্লাটিলেট দাতারও সন্ধান করা হচ্ছে।’
তবে কবে নাগাদ রাব্বানী হাসপাতাল থেকে ছাড়া পাবে তা বলতে পারেননি তিনি। গোলাম রাব্বানীর মামা খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘রাব্বানী যন্ত্রণায় ঘুমাতে পারছে না। পুরোপুরি সুস্থ না হলে রাব্বানী হাসপাতালেই থাকবে।’
গোলাম রাব্বানীর বাবা এমএ রশিদ আজাদ ছেলের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।