সোমবার, ১৯ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে পিএসসি ও ইবতেদায়ী পরীক্ষার ২য় দিনে অনুপস্থিত-৩৪৫।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে পিএসসি ও ইবতেদায়ী পরীক্ষার ২য় দিনে অনুপস্থিত-৩৪৫।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার দ্বিতীয় দিনে (বাংলা বিষয়ে) অনুপস্থিত ৩৪৫ জন এবং ২শিক্ষার্থী কে বহিস্কার করা হয়েছে ।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সোমবার ১৯ নভেম্বর লালমোহনে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার দ্বিতীয় দিনে বাংলা বিষয় অনুষ্ঠিত হয়।
উপজেলায় মোট পরীক্ষার্থী ৬৯৮৭ জন, তার মধ্যে উপস্থিত ছিলেন-৬৬৪২ জন, অনুপস্থিত ছিলেন ৩৪৫ জন শিক্ষার্থী।
অসদুপায় অবলম্বনের দায়ে উপজেলার হাজীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ১ ছাত্র ও করিমগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ১ ছাত্রীকে বহিস্কার করেন জেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ খলিলুর রহমান।
বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আশ্রাফ হোসেন।