সোমবার, ১৯ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » জাতীয় | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ডানে হাত দেন দুর্নীতি, বামে হাত দেন দুর্নীতি–ইকবাল মাহমুদ।। লালমোহন বিডিনিউজ
ডানে হাত দেন দুর্নীতি, বামে হাত দেন দুর্নীতি–ইকবাল মাহমুদ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : দুর্নীতি সমস্যাটা হিমালয় পাহাড়ের মতো হয়ে গেছে। আপনি যদি ডানে হাত দেন দুর্নীতি, বামে হাত দেন দুর্নীতি। সেজন্য শুধু আমরা একা হইচই করলে হবে না। এতে সরকার সহ সবাইকে লাগবে। আমরা একটি সুন্দর ও দুর্নীতিমুক্ত দেশ চাই । দেশের ইজ্জত রাখতে চাইলে সবাইকে একযোগে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
সোমবার ১৯ নভেম্বনর দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলবেন দুদক চেয়ারম্যান।
ইকবাল মাহমুদ বলেন, নির্বাচনের হলফনামায় ভুল তথ্য দিয়ে থাকলে অনুসন্ধান করা হবে। আমি বিশ্বাস করি যে, আমাদের যারা জনপ্রতিনিধি হবেন, তারা তাদের সম্পত্তির হিসাব হলফনামায় সঠিকই দিবেন। যদি কেউ সঠিক না দেয়, তার জন্য কমিশনে ‘ডেফিনেটলি’ ব্যবস্থা থাকবে।
এবং আমি মনে করি না, কোনো দুর্নীতিবাজকে আমাদের দেশের মানুষ নির্বাচিত করবে, এটা আমার বিশ্বাস হয় না। যদি এমন কিছু হয়, তাহলে আমরা আমাদের আইনের আওতায় আনার চেষ্টা করব। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনককারীদের চরিত্র জনসম্মুখে তুলে ধরা হবে বলেও উল্লেখ করেন তিনি।
দুর্নীতিবাজদের নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে দুদকের পক্ষ থেকে নির্বাচন কমিশনে কোনো সুপারিশ থাকবে কি না- এমন প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, নো, সুপারিশ আমাদের থাকবে না। কারণ হচ্ছে, যেকোনো নাগরিক নির্বাচন করতে পারে আরপিও অনুসারে, তাতে আমাদের কিছু করার নেই। সেটা সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। আমরা স্বতঃপ্রণোদিত হয়ে ইসিকে কোনো সুপারিশ করব না। আর সাজাপ্রাপ্তদের বিষয় ইসি সিদ্ধান্ত নিবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সামনে নির্বাচন আছে কি নেই সেটা বিবেচনা না করেই আমরা আমাদের কাজ করি। অবৈধ সম্পদ যাদের আছে, তাদেরকে আমরা ধরব।