সোমবার, ১৯ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » জাতীয় | তথ্যপ্রযুক্তি | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » পাঁচ ক্যাটাগরিতে “মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ” পদক দেবে সরকার।। লালমোহন বিডিনিউজ
পাঁচ ক্যাটাগরিতে “মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ” পদক দেবে সরকার।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ‘মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদক’ দেবে সরকার। এজন্য ‘মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদক নীতিমালা, ২০১৮’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার ১৯ নভেম্বর সচিবালয়ে বর্তমান সরকারের মন্ত্রিসভার ২০০তম বৈঠকে এ সংক্রান্ত একটি নীতিমালার অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম বলেন, প্রতিবছর ৫ ক্যাটাগরিতে ৫ ব্যক্তি অথবা সংস্থাকে দেয়া হবে এ পদক। এজন্য বৈঠকে ‘মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদক নীতিমালা-২০১৮’ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রতিবছর ২রা জানুয়ারি সমাজকল্যাণ দিবস পালন করা হবে। ওই দিনই এ পুরস্কার দেয়া হবে।
পাঁচ ক্যাটাগরির মধ্যে রয়েছে:
১. বয়স্কা, বিধবাদের জন্য কাজ করা ব্যক্তি বা সংস্থা।
২. স্বামী নিগৃহীতা, সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করা ব্যক্তি বা সংস্থা।
৩. প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে কাজ করা ব্যক্তি বা সংস্থা।
৪. সমাজের সুবিধাবঞ্চিত কয়েদিদের আইনগত সুবিধা দেয়া ব্যক্তি বা সংস্থা।
৫. সমাজের কোনো ব্যক্তি মানবকল্যাণ বা মানবতাবোধে উদ্বুদ্ধ হয়ে কোনো কাজ করলে।
মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম আরও জানান, পুরস্কার হিসেবে দেয়া হবে ১৮ ক্যারেটের ২৫ গ্রাম স্বর্ণ সম্বলিত ক্রেস্ট, একটি রেপ্লিকা স্মারক, ২ লাখ টাকা করে চেক এবং একটি সম্মাননা ক্রেস্ট।
জেলা ও জাতীয় পর্যায় থেকে এ পুরস্কারের মনোনয়ন ও বাছাই করা হবে। বলেও জানান মন্ত্রী পরিষদের এ সচিব।