শনিবার, ১৭ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বিবিধ | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ইউপি সদস্যের হামলায় মহিলাসহ একই পরিবারে ৫জন আহত।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে ইউপি সদস্যের হামলায় মহিলাসহ একই পরিবারে ৫জন আহত।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়ন ৫নং ওয়ার্ড মেম্বার মো. শামিম ও তার লোকজনের হামলায় একই পরিবারের মহিলাসহ ৫জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
গত বৃহস্পতিবার ১৫নভেম্বর ওই ওয়ার্ডের মুসলিমিয়া দাখিল মাদ্রাসার সামনে এ হামলার ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, ৫নং ওয়ার্ড এলাকার কাদির বেপারী বাড়ির মো. কাদির বেপারির ছেলে আলামিনের সাথে তার স্ত্রী কুলসুমের বিবাহ বিচ্ছেদ হয় প্রায় তিন বছর পূর্বে। বিচ্ছেদ হলেও কুলসুম বাড়ি ত্যাগ না করে ওই বাড়িতেই অবস্থান করতে থাকে এবং স্থানীয় মেম্বার মো. শামিমের বাসায় কাজ করে। বিচ্ছেদ নিয়ে এলাকার গণমান্যসহ লালমোহন থানায়ও অভিযোগ করে সে। অভিযোগের ভিত্তিতে কোন ফয়সালায় পৌছালেও সেই ফয়সালা বারবার অমান্য করে জোরপূর্বক ওই ঘরেই অবস্থান করে কুলসুম।
আলামিন জানায়, গত বৃহস্পতিবার ১৫নভেম্বর ওই ঘর তালাবদ্ধ করে রাখে আলামিনের পরিবারের অন্য সদস্যরা।
ঘর বদ্ধ বিষয়টি ওই কুলসুম স্থানীয় মেম্বার কে জানালে মেম্বার তার ছোট ভাই সুমনকে ওই বাড়িতে পাঠিয়ে জোরপূর্বক তালাবদ্ধ ঘর খুলে দেয় এবং পথিমধ্যে আলামিন ও তার ভাইকে পেয়ে এলোপাথারী মারধর করে সুমন।
এসময় সুমনের সাথে যোগ দেন মেম্বার শামিম ও তার ৫ সহযোগি।
এসময় আহতদের কে কে উদ্ধার করতে মা ভাই ও বোনেরা এগিয়ে আসলে তাদেরকে মারধর করেন মেম্বার ও তার লোকজন।
আহতরা হলেন, ১ আল আমিন ২। মোঃ শাহেআলম ৩। আবুল কালাম ৪। বিবি লিলু ৫। বিবি হালিমা
আহতরা জানায়, মেম্বার শামিমও তার সহযোগিদের হামলা থেকে অবশেষে লালমোহন থানার এসআই শহিদুল এসে উদ্ধার করেন।
লালমোহন থানার এসআই শহিদুল বলেন, শুনেছি উভয় পক্ষের মধ্যে মারামারি হয়েছে। খবর পেয়ে সেখানে গেলে উভয় পক্ষই সটকে পড়ে।
ইউপি সদস্য মো. শামিম বলেন, তালাবদ্ধ ঘর খুলে দিতে ছোট ভাইকে পাঠালে তারা আমার ছোট ভাইয়ের উপর আক্রমন করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে এবং আক্রমনকারীদের কে ধোলাই দেয়।
বিচার প্রক্রিয়াধীন একটি ঘটনাকে নিজের হাতে তুলে নিয়ে অসহায় পরিবারের উপর ইউপি সসদ্য শামিমের এমন ঘটনায় হতবাক এলাকাবাসী। আহতরা এ ঘটনার ন্যায় বিচার দাবি করছেন।