শনিবার, ১৭ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » নির্বাচন থেকে সরতে চাইনা, খালেদা জিয়াকে নিয়ে নির্বাচন করতে চাই-ড. কামাল হোসেন।। লালমোহন বিডিনিউজ
নির্বাচন থেকে সরতে চাইনা, খালেদা জিয়াকে নিয়ে নির্বাচন করতে চাই-ড. কামাল হোসেন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, টাঙ্গাইল প্রতিনিধি : আমরা নির্বাচন থেকে সরতে চাই না। আমরা খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে নির্বাচন করতে চাই বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেন।
শনিবার ১৭ নভেম্বর মওলানা ভাসানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নির্বাচনের মাঠ এখনও লেভেল প্লেয়িং হয়নি উল্লেখ করে ড. কামাল বলেন, নির্বাচন কমিশন এখন পর্যন্ত সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছে। সরকার বিএনপিকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার ষড়যন্ত্র করছে।
ঐক্যফ্রন্টের এ শীর্ষ নেতা বলেন, মাওলানা ভাসানী চিরদিন আমাদের অনুপ্রেরণার উৎসহ হয়ে থাকবেন। আন্দোলন সংগ্রামে তিনি যে প্রেরণা দিয়ে গেছেন সে প্রেরণা আজ সারাদেশে ছড়িয়ে দিতে হবে। মাওলানা ভাসানীর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো।