বুধবার, ১৪ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে তুচ্ছ ঘটনার জেরে মারপিট ,আহত-।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে তুচ্ছ ঘটনার জেরে মারপিট ,আহত-।।লালমোহন বিডিনিউজ
নুরুল আমিন, লালমোহন : ভোলার লালমোহনে তুচ্ছ ঘটনার জেরে দফায় দফায় মারপিটে একই পরিবারের ৩জন আহত বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চরভুতা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ১২ নভেম্বর সন্ধ্যায় এ ঘটনা ঘটে। জানা যায়, ৪নং ওয়ার্ডের ধোলাই বাড়ির সামসুদ্দিনকে একই বাড়ির মোফাজ্জল, কামাল, মাহে আলম, নাজু, শাহালম গংরা দরজার রাস্তায় একা পেয়ে এলোপাতারি পিটিয়ে রক্তাক্ত জখম করে। এসময় তাকে উদ্ধার করতে এলে তার স্ত্রী সুপিয়া ও পুত্র নাইমকে পিটিয়ে আহত করে। গুরুতর জখম সামসুদ্দিন ও আহত সুপিয়াকে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়। মারপিটের সময় হামলাকারিরা ১৬ হাজার টাকা ও স্বর্নালংকার ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন আহতরা। এ ঘটনার কয়েকদিন আগে মাটি আনাকে কেন্দ্র করে সুপিয়া ও তার ছেলে নাইম এবং কন্যা শারমিনকে পিটিয়ে আহত করে। আহতরা হাসপাতাল এসে চিকিৎসা নেয়। সামাজিক ফয়সালা করার কথা হলে সিএনজি চালক সামসুদ্দিন চট্রগ্রাম থেকে বাড়িতে আসে। ফয়সালার বিপরীতে সামসুদ্দিনসহ পরিবারের সবাইকে মারপিট করে। এ ঘটানায় এলাকায় ক্ষোভ ও হতাশা বিরামান। আহতরা ন্যায় বিচার দাবি করেন।