সোমবার, ১২ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বিবিধ | শিরোনাম | সর্বশেষ » মনোনয়নপত্র জমা দিলেন শেখ আতিয়ার রহমান দীপু।।লালমোহন বিডিনিউজ
মনোনয়নপত্র জমা দিলেন শেখ আতিয়ার রহমান দীপু।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ: গোপালগঞ্জ-১ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার ও সাসকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, দৈনিক যুবকন্ঠ’র প্রধান সম্পাদক শেখ আতিয়ার রহমান দীপু মনোনয়নপত্র জমা দিলেন। ব্যবসায়িক কাজে দেশের বাহিরে থাকায় শেখ আতিয়ার রহমান দীপুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার বড় ছেলে শেখ আকিব রহমান।
সোমবার বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করার সময় তার সমর্থকরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র কেনার পর শেখ আকিব রহমান বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসন হতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় আমি আমার বাবার পক্ষে মনোনয়ন ফরম কিনেছি।
তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের যে কোন সিদ্ধান্তকেই স্বাগত জানান শেখ আতিয়ার রহমান দীপু।
মনোনয়ন ফরম প্রাপ্তির পর ফোনালাপে শেখ আতিয়ার রহমান দীপু বলেন, আমি রাষ্ট্রনায়ক ও গনতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্শিবাদ পাওয়ার আশা রাখি।