সোমবার, ১২ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | রাজধানী | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ভোলা-৩ আসনে বিএনপি’র মনোনয়ন কিনলেন মেজর হাফিজ উদ্দিন আহমদ।। লালমোহন বিডিনিউজ
ভোলা-৩ আসনে বিএনপি’র মনোনয়ন কিনলেন মেজর হাফিজ উদ্দিন আহমদ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : নির্বাচনী এলাকা ১১৭ ভোলা-৩ লালমোহন ও তজুমদ্দিন আসনে বিএনপির মনোনয়ন ফরম কিনেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমদ।
সোমবার ১২ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে সাবেক এ সংসদ সদস্য ও মন্ত্রী মেজর হাফিজ উদ্দিন আহমদের পক্ষে লালমোহন উপজেলা যুবদল সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, তজুমদ্দিন উপজেলা বিএনপি সভাপতি নাগর মিয়া, সম্পাদক মো. জাকির হোসেন চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক মিন্টু চেয়ারম্যান, লালমোহন পৌর বিএনপি সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আলম পাটোয়ারী, পৌর যুবদল সাধারণ সম্পাদক মাকছুদ আহমেদ মাসুদ, পৌর ছাত্রদল সভাপতি মো. জামাল শেখ প্রমুখ।
উল্লেখ, মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমদ বিএনপি ও ৪ দলীয় জোট সরকারের আমলে ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বিএনপি ও ৪ দলীয় জোট সরকারের আমলে একাধিকবার মন্ত্রীত্বের দায়িত্ব ও পালন করেছিলেন তিনি।