সোমবার, ১২ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ভোলা-৩ এ আওয়ামীলীগের ১৩ প্রার্থীর মনোনয়ন ফরম ক্রয়।। লালমোহন বিডিনিউজ
ভোলা-৩ এ আওয়ামীলীগের ১৩ প্রার্থীর মনোনয়ন ফরম ক্রয়।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৭ ভোলা-৩ লালমোহন ও তজুমদ্দিন আসনে আওয়ামীলীগের প্রার্থী হতে ১৩ জন প্রার্থী দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছেন।
শুক্রবার (৯ নভেম্বর) মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনেই দলীয় ফরম সংগ্রহ করেছেন তাঁরা।
মনোনয়ন ফরম সংগ্রহকারী বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন গত ২০১০ সালের ২৪ এপ্রিল একটি উপনির্বাচনের মাধ্যমে লালমোহন ও তজুমদ্দিন আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ সালের ৫ জানুয়ারী দ্বিতীয়বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। ছাত্রজীবণে বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বদানকারী শাওন বর্তমানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য।
মনোনয়ন ফরম সংগ্রহকারী লালমোহন ও তজুমদ্দিন আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অবঃ) জসিম উদ্দিন ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। একটি মামলায় আদালতের দেয়া রায়ে দেড় বছরের মাথায় সংসদ সদস্য পদ হারান তিনি। পরবর্তীতে শূন্য ঘোষিত লালমোহন ও তজুমদ্দিন আসনের উপনির্বাচন ও দশম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি তিনি। বর্তমানে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার আশা করছেন তিনি।
মনোনয়ন ফরম সংগ্রহকারী বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিনিয়ার মীর মোবাশ্বের আলী স্বপন। তিনি বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রিয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রী সংসদের সাবেক ভিপি, বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন’র সহ-সভাপতি ও হরাইজন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মীর মোবাশ্বের আলী স্বপন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সমর্থন কামনা করে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি।
সুুত্র জানায়, এছাড়াও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, বর্তমান সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এ পত্নী ফারজানা চৌধুরী রত্না, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ একেএম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুন, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদল, কালমা ইউপি চেয়ারম্যান আকতার হোসেন, তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান ফজলুল হক দেওয়ান, সাবেক চেয়ারম্যান ও তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. ফখরুল আলম জাহাঙ্গীর , জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মো. নাছির হাওলাদার।
মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, আরও এক আওয়ামীলীগ নেতা।