রবিবার, ১১ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বিনোদন | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় পালিত হয়েছে মোহনা টিভির নবম জন্মোৎসব।। লালমোহন বিডিনিউজ
ভোলায় পালিত হয়েছে মোহনা টিভির নবম জন্মোৎসব।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : ভোলায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে মোহনা টেলিভিশনের নবম জন্মোৎসব।
রবিবার (৯ নভেম্বর) কেক কাটা, আলোচনা, র্যালী ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে মূখরিত হয় দিনটি।
মোহনা টিভির দর্শক ফোরামের উদ্যোগে ও ভোলার ঐতিহ্যবাহী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণ বঙ্গ পলিটেকনিক ইন্সটিটিউটের সৌজন্যে এদিন দুপুরে ইন্সটিটিউটের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোহনা টেলিভিশনের ভোলা জেলা প্রতিনিধি জসিম রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলা সদর উপ-সহকারী কৃষি অফিসার মাহমুদুল হাসান ।
জন্ম দিনের কেক কাটেন, দক্ষিণ বঙ্গ পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ বেগম নিলুফার ইয়াসমিন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পলিটেকনিকের শিক্ষক মোঃ বিল্লাল নাফিজ, শিক্ষক ও নুতুন সময় টেলিভিশনের ভোলা জেলা প্রতিনিধি আল-অমিন তাওহীদ, শিক্ষক হমিদুর রহমান আজাদ, মাহফুজুর রহমান ও মাকসুদুর রহমান। অরো বক্তব্য রাখেন, জয়যাত্রা টেলিভিশনের ভোলা জেলা প্রতিনিধি আবদুর রহমান তুহিন ও চ্যানেল এস এর ভোলা জেলা প্রতিনিধি নিরব হোসেনসহ স্থানীয় বিভিন্ন পেশার লোকজন।
মোহনা টিভির জন্মোৎসবে আলোচনা সভা ও কেক কাটা শেষে একটি র্যালী স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে পলিটেকনিক কার্যালয়ে এসে সমাপ্ত হয়।