রবিবার, ১১ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » নতুন তফসিল ঘোষণার শর্তে নির্বাচনে অংশ নেবে ঐক্যফ্রন্ট।। লালমোহন বিডিনিউজ
নতুন তফসিল ঘোষণার শর্তে নির্বাচনে অংশ নেবে ঐক্যফ্রন্ট।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। তবে ভোটের তারিখ এক মাস পিছিয়ে নতুন তফসিল ঘোষণার দাবি জানানো হয়েছে ফ্রন্টের পক্ষ থেকে।
রবিবার (১১ নভেম্বর) রাজধানীর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন এ সিদ্ধান্ত জানান।
ঐক্যফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়, সরকার ৭ দফা মেনে নেয়নি। এ পরিস্থিতিতে নির্বাচনে অংশ নেয়া কঠিন। তারপরও আন্দোলনের অংশ হিসেবে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ঐক্যফ্রন্ট।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, পরিবেশ সুষ্ঠু ও অংশগ্রহণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো। আন্দোলন শুরু হয়ে গেছে।
নির্বাচনে অংশ নেয়াও এই আন্দোলনের অংশ। জাতীয় ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলনে গণফোরামের সভাপতি ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।