বৃহস্পতিবার, ৮ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » নির্বাচনের তফসিল ঘোষণায় লালমোহনে এমপি শাওনের পক্ষ থেকে আনন্দ মিছিল।। লালমোহন বিডিনিউজ
নির্বাচনের তফসিল ঘোষণায় লালমোহনে এমপি শাওনের পক্ষ থেকে আনন্দ মিছিল।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নুরুল আমিন : অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে যথাযথ নিয়ম অনুযায়ী যথাসময়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
তফসিল ঘোষণা করায় লালমোহন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নির্বাচন কমিশনকে অভিনন্দন জানিয়ে লালমোহনে আনন্দ মিছিল করা হয়।
বৃহস্পতিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি থানার মোড় আওয়ামী লীগ অফিসের সামনে থেকে শুরু হয়ে পৌর শহর লালমোহন বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
মিছিলে আওয়ামী লীগ ও এর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সকল শ্রেণি পেশার মানুষ স্বতঃস্ফূর্ত অংশ নেয়।
এদিন সন্ধ্যায় ৭টায় জাতীর উদ্দেশ্যে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। সিইসির ভাষণের পরপরই আনন্দ মিছিল বের করা হয়। আনন্দ মিছিলটি ঢোলের তালে তালে করতালি আর স্লোগানে প্রাণবন্ত হয়ে ওঠে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ভারপ্রাপ্ত পৌর মেয়র আলহাজ্ব জুলফিকার মিয়া, মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবনা ইয়াসমিন, সম্পাদক শিখা আফরোজ, যুগ্ম সম্পাদক সালমা বেগম, সাংগঠনিক সম্পাদক তপতি সরকার, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি রোকেয়া বেগম, সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার, বাণী মজুমদার, উপজেলা যুবলীগের সভাপতি ইমাম হাওলাদার, সম্পাদক আবুল হাসান রিমন, সাংগঠনিক সম্পাদক জয়ন্ত চন্দ পন্টি, যুব মহিলা লীগের সম্পাদক শিরিন আক্তার, ছাত্রলীগের সভাপতি জাকির বিশ্বাস, সম্পাদক জসিম ফরাজি, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিহাদ বিন হায়দার ডিকো, সম্পাদক তানজিম হাওলাদার, শ্রমিকলীগের সভাপতি জাকির হোসেন পঞ্চায়েত, সম্পাদক মোঃ আলমগীর, পৌর যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের, সহসভাপতি হাসান খলিফা, জোবায়ের কুদ্দুস, ইউনুস ফরাজি, সম্পাদক আমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাসুদ রানা রনি, স্বাস্থ্য সম্পাদক কামাল হোসেন, ছাত্রলীগের সহ- সভাপতি মর্তুজা সজিব, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তরিকুল ইসলাম শামীম, সম্পাদক মিজান হাওলাদার, পৌর শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক মোঃ নয়ন প্রমুখ।