বুধবার, ৭ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | মুক্তমত | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে গ্রাম আদালত বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত।। লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে গ্রাম আদালত বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে উপজেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে “গ্রাম আদালত বিষয়ে অবহিতকরণ” কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আঃ কুদ্দূস এর সভাপতিত্বে উপজেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে “গ্রাম আদালত বিষয়ে অবহিতকরণ” কর্মশালা হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, একাডেমিক সুপারভাইজার আয়েশা সিদ্দিকাসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।
এসময় আরো উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের জেলা সমন্বয়কারী মোঃ আসাদুজ্জামান। কর্মশালাটি পরিচালনা করেন উপজেলা সমন্বয়কারী মোঃ রহিদুল ইসলাম।
উক্ত কর্মশালায় বিগত বছরের গ্রাম আদালতের সাফল্য ও চ্যালেঞ্জ তুলে ধরা হয়।
কর্মশালায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক কর্মসূচী বাস্তবায়নের জন্য পরিকল্পনা করেন।
উপজেলা প্রশাসন গ্রাম আদালত বিষয়ে সাধারণ জনগণকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করবেন।