মঙ্গলবার, ৬ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » শুক্রবার থেকে আওয়ামীলীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু।। লালমোহন বিডিনিউজ
শুক্রবার থেকে আওয়ামীলীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন,“তফসিল ঘোষণার পরদিন থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রির সিদ্ধান্ত রয়েছে আমাদের। সেই হিসেবে বৃহস্পতিবার তফসিল ঘোষণা হলে শুক্রবার সকাল থেকেই আমাদের মনোনয়ন ফরম নেওয়া যাবে।”
মঙ্গলবার (৬ নভেম্বর) একটি সাক্ষাতকারে সাংবাদিকদের একথা জানান তিনি।
এদিকে মনোনয়ন ফরমের দাম সম্পর্কে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ জানিয়েছেন, এবার মনোনয়ন ফরমের দাম ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে।
আবদুস সোবহান গোলাপ বলেন, “মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা রাখার জন্য আট বিভাগের আলাদা আলাদা বুথ করার চিন্তা ভাবনা আছে, সে অনুযায়ী আমরা কাজ করছি।”
মনোনয়ন ফরম বিক্রির জন্য ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের পাশের নির্বাচনী কার্যালয়ে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও দলের একাধিক নেতা জানিয়েছেন।
এদিকে নির্বাচন কমিশনের কর্মকর্তারা ইতোমধ্যে জানিয়েছেন, ডিসেম্বরের শেষভাগে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করার পরিকল্পনা ধরে সব প্রস্তুতি নিচ্ছেন তারা।