মঙ্গলবার, ৬ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে দুর্বৃত্তদের বোমা হামলায় আহত- ৬।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে দুর্বৃত্তদের বোমা হামলায় আহত- ৬।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,নুরুল আমিন :লালমোহনে দুর্বৃত্তদের বোমা হামলায় রমাগঞ্জ যুবলীগের ও লর্ডহার্ডিঞ্জ শ্রমিকলীগের ৬ নেতাকর্মী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ বাজারের উত্তর পাশে ৫ নভেম্বর সোমবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, লালমোহন উপজেলা যুবলীগের কার্যালয়ে জরুরী সভা শেষে নিজ এলাকায় ফেরার ফিরে যাওয়ার পথে রমাগঞ্জ ইউনিয়নের রায়চাুদ বাজারের পুর্বপাশে বহরের উপর দুর্বৃত্তরা অতর্কিত বোমা চালায়। এতে আহত হন রমাগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক মোসলে উদ্দিন মুসা, সাংগঠনিক সম্পাদক রুবেল শিকদার, ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মিজান, সাংগঠনিক সম্পাদক নিরব, রমাগঞ্জ ইউনিয়ন শ্রমিকলীগের সেক্রেটারী মোঃ হান্নান, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ মাকসুদ। আহতদেরকে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়।
রাতেই হাসপাতালে আহতদের দেখতে আসেন উপজেলা যুবলীগের সভাপতি ইমাম হোসেন হাওলাদার, সাধারন সম্পাদক আবুল হাসান রিমন, রমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারী মোঃ জামাল উদ্দিন মাষ্টার, উপজেলা যুবলীগের সহসভাপতি বদিউজ্জামাল বাদল, সাংগঠনিক সম্পাদক ইউসুফ মঞ্জু, সাহাবুদ্দিন, মনির মাতাব্বর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোবারক করিম মাসুদ, নির্বাহী সদস্য আরিফুর রহমান আরিফ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারী মিজান হাওলাদার, রমাগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম প্রিন্স, সাবেক ইউপি মেম্বার কামাল হোসেন প্রমুখ। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবেন বলে লালমোহন থানা সুত্র জানায়।