মঙ্গলবার, ৬ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | শিরোনাম | সর্বশেষ » ভূয়া র্যাব পরিচয়,চরফ্যাশনে আসামী ধরা নিয়ে এলাকাবাসীর সাথে পুলিশের সংঘর্ষ।।লালমোহন বিডিনিউজ
ভূয়া র্যাব পরিচয়,চরফ্যাশনে আসামী ধরা নিয়ে এলাকাবাসীর সাথে পুলিশের সংঘর্ষ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,কামরুজ্জামান শাহীন,চরফ্যাশন: চরফ্যাশনের দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের বাবুুরহাট বাজারে আসামী ধরা নিয়ে পুলিশের সাথে স্থানীয় লোকজনের সংঘর্ষে ঘটনা ঘটেছে।
শনিবার দুপুর ২টায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে আসামী দিপুকে গ্রেফতার এবং তার আরো দুই সহোদর মাহাবুল (২৫) ও মিজান (২৮) কে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ঘটনার পর বাবুরহাটসহ আশপাশের গ্রামগুলোতে আতংক ছড়িয়ে পরেছে। এ ঘটনায় স্থানীয় আহতরাও পালিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শনিবার দুপুর ১টায় ইন্সপেক্টর তদন্ত শাহাদাত হোসেনের নেতৃত্বে দক্ষিণ আইচা থানা পুলিশ বাবুরহাট বাজারে গিয়ে আশরাফুল ইসলাম দিপু (২২) কে গ্রেফতার করে হ্যান্ডকাপ পড়ায়। এতে ক্ষুদ্ধ দিপু পুলিশের সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পরে। স্থানীয় লোকজনসহ দিপুর ভাইরাও পুলিশের সাথে বাক বিতন্ডায় জড়ায়। আসামী দিপুকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। দিপুর গ্রেফতার অভিযানে থাকা পুলিশ সদস্যরা পরিস্থিতি অনুকূলে নেই আচঁ করে থানা থেকে অতিরিক্ত পুলিশ ডেকে আনে। থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে পুলিশ আর স্থানীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পরে।
ঘটনার পর দক্ষিণ আইচা থানার কর্মকর্তারা সংবাদকর্মীদের এড়িয়ে গেছেন। তবে চরফ্যাশন সার্কেলের সহকারি পুলিশ সুপার মিজানুর রহমান জানান, আশরাফুল ইসলাম দিপু পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে দেশজুড়ে চাঁদাবাজি ও প্রতারণা করে আসছে।
ভূয়া র্যাব পরিচয় দিয়ে প্রতারণার দায়ে পটুয়াখালী জেলায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। টাঙ্গাইলের ঘাটাইলে একজন মহিলা ম্যাজিস্ট্রেট হত্যা মামলায়ও আসামী সে। পাশ্ববর্তী লালমোহন উপজেলার দুই যুবককে এনএসআই-এ চাকরী দেয়ার কথা বলে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ আছে।
এছাড়া পটুয়াখালী, টাঙ্গাইল, গাজিপুরসহ বিভিন্ন জেলায় দিপুর বিরুদ্ধে প্রতারণার দায়ে অন্তত ৬টি মামলা আছে। সরকারের একটি গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে তার বিরুদ্ধে প্রতারণা ও চাঁদাবাজির ভয়ংকর চিত্র ফুটে উঠেছে।
সহকারি পুলিশ সুপার আরো জানান, গোয়েন্দা বিভাগের এই রিপোর্ট পাওয়ার পর পুলিশ তাকে গ্রেফতার অভিযানে যায়।তখন তার ভাইরা ও স্থানীয় কিছু লোকজন বাধা দেয়। তাকে গ্রেফতারের পর তাঁর প্যান্টের পকেটে ইয়াবা পাওয়া গেছে।
গ্রামবাসীরা পরিচয় গোপন রাখার শর্তে জানান, নজরুল নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত্যু ফকিরের ছেলে দিপু। দীর্ঘদিন ধরে সে পুলিশ ও প্রশাসনের বড় কর্তাদের সাথে সখ্যতার কথা বলে রাজকীয় জীবন যাপন করে আসছে।
দক্ষিন আইচা থানার সাবেক ওসি হাবিবুর রহমানের সাথেও তার গলায় গলায় সখ্যতা ছিল। স্থানীয় পুলিশের সাথে প্রকাশ্য সখ্যতাকে কাজে লাগিয়ে সে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন সুবিধা হাতিয়ে নিয়েছে। চাকুরীর দালালী করে সে গ্রামের একাধিক যুবককে পুলিশে চাকুরী দিয়েছে বলে জানাগেছে।