সোমবার, ৫ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » বাউফলে বিদ্যালয়ে ক্লাস চলাকালীন ভবন ধ্বস!! লালমোহন বিডিনিউজ
বাউফলে বিদ্যালয়ে ক্লাস চলাকালীন ভবন ধ্বস!! লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বাউফল প্রতিনিধি : পটুয়াখালী জেলাধীন বাউফল উপজেলার “৮৪নং কালাইয়া বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়”র পুরাতন একটি ভবনের শ্রেণি কক্ষের সামনের অংশ সময় ধ্বসে পড়ে।
রবিবার (৪ নভেম্বর) সকালে ওই বিদ্যালয়ে ক্লাস ক্লাস চলাকালীন সময়ে এমন ঘটনা ঘটে।
এ সময় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। ওই দিনই সংশ্লিষ্ট দপ্তর ভবনটি পরিত্যাক্ত ঘোষণা করলে বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ১৮৯৪ইং সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা হলে বিদ্যালয়ের পাশেই ১৯৭২ সালে সরকার একটি সাইক্লোন শ্লেটার নির্মাণ করেন। এরপর থেকে বিদ্যালয়ের শ্রেণি কক্ষ ওই ভবনেই স্থানান্তর করা হয়। দীর্ঘ বছরের পুরনো ভবনটি বর্তমানে বেহাল অবস্থা হয়ে গেছে। ভবনের ১৭টি পিলারের প্রায় সব গুলোর বিভিন্ন অংশে ভেঙ্গে রড বের হয়ে গেছে। ভবনের বিভিন্ন কক্ষে ফাটল দেখা দিয়েছে। শ্রেণি কক্ষের অভাবে প্রাণের ঝুঁকি নিয়ে ওই ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চলে আসছিল।
বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লাইজু বেগম বলেন, রবিবার দুপুর একটার দিকে ভবনের তৃতীয় তলার দুই কক্ষে তৃতীয় ও চতুর্থ শ্রেণির পাঠদান চলছিল। এমন সময় ওই তলার সামনের একটি বড় অংশ ধ্বসে পড়ে। ধ্বসের শব্দে শিক্ষার্থীরা ভয়ে চিৎকার দিয়ে কেউ কেউ জ্ঞান হারিয়েছে কেউবা ভয়ে ডাক চিৎকার দিয়ে অসুস্থ্য হয়ে পড়ে। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় অভিভাবকরা ছুটে আসেন।
প্রধান শিক্ষক মোঃ ইকবাল কবীর বলেন, ভবনটি পরিত্যাক্ত ঘোষণা করা ও একটি নতুন ভবনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। নতুন একটি ভবন অত্যাবশ্যক হয়ে গেছে। এ ঘটনায় গত দুই দিনে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গিয়েছে।
বাউফল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রিয়াজুল হক বলেন, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চত করার জন্য ব্যবস্থা নেওয়া হবে এবং বিদ্যালয়ের জন্য নতুন একটি ভবন চেয়ে খুব শীগ্রই সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হবে।