শুক্রবার, ২ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » শেখ হাসিনা ক্ষমতায় থাকলে আলীমদের মর্যাদা অক্ষুন্ন থাকে - এমপি শাওন।। লালমোহন বিডিনিউজ
শেখ হাসিনা ক্ষমতায় থাকলে আলীমদের মর্যাদা অক্ষুন্ন থাকে - এমপি শাওন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নুরুল আমিন : ভোলা-৩ লালমোহন ও তজুমদ্দিন আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের আলীম সমাজের মর্যাদা অক্ষুন্ন থাকে।
দেশের সকল শ্রেণি পেশার মানুষের সার্বিক উন্নয়নের পাশাপাশি শেখ হাসিনার সরকার আলীমওয়ালাদের কল্যাণে কাজ করেছেন। তিনি ক্কওমি মাদ্রাসার স্বীকৃতি দিয়েছেন। যারা ক্কওমি মাদ্রাসায় লেখাপড়া করে তাদের সরকারি চাকরির ব্যবস্থা করেছেন।
শুক্রবার (২ নভেম্বর ) বিকালে লালমোহন উত্তর বাজার বাইতুর রিদওয়ান জামে মসজিদে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি শাওন বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে আলীমদের মর্যাদা অক্ষুণ্ণ থাকে। তাই দেশ ও জনগণের কল্যাণে নৌকায় ভোট দিতে হবে। সভায় তিনি আলীমদের বিভিন্ন দাবি পুরণের প্রতিশ্রুতি দেন।
এর পূর্বে আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাওন।
উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের দালাল বাজার স্কুল মাঠে এক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে উন্নয়ন ফিরিস্তি তুলে ধরে সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক দিদারুল ইসলাম অরুন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাদল, জেলা পরিষদের সদস্য মাসুদ হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সোহেল প্রমুখ।