
শুক্রবার, ২ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » জেএসসি ও জেডিসি পরীক্ষা, লালমোহনে প্রথম দিনেই বহিস্কার -৪।। লালমোহন বিডিনিউজ
জেএসসি ও জেডিসি পরীক্ষা, লালমোহনে প্রথম দিনেই বহিস্কার -৪।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রথমদিনেই ভোলার লালমোহনে বহিস্কৃত হয়েছে ৪ শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১ নভেম্বর ) অনুষ্ঠিত জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রথম দিনে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসির বাংলা ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষার কোরআন মাজীদ বিষয়ের মধ্যদিয়ে পরীক্ষা শুরু হয়।
এবছর উপজেলার ৮ টি কেন্দ্রে অংশগ্রহণ করছে মোট ৫ হাজার ৪ শত ২ জন পরীক্ষার্থী। এর মধ্যে জেডিসির ২টি কেন্দ্রে ১ হাজার ৬ শত ৫৮ জন পরীক্ষার্থী ও জেএসসিতে ৬ টি কেন্দ্রে ৩ হাজার ৭ শত ৪৪ জন পরীক্ষার্থী।
প্রথম দিনে উপস্থিত ছিল ৫০২১ জন পরীক্ষার্থী।
এদিকে পরীক্ষায় অসদোপায় অবলম্বনের দায়ে গজারিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে বহিস্কার হয়েছেন ৩ জন ও বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ১ জন পরীক্ষার্থী।
উপজেলার যেসব কেন্দ্রে এবছর জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেগুলো হচ্ছে, লালমোহন মাধ্যমিক বিদ্যালয়, লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, গজারিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়, ধলিগৌরনগর মাধ্যমিক বিদ্যালয়, রমাগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, লর্ডহার্ডিঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, লালমোহন ইসলামীয়া কামিল মাদ্রাসা, গজারিয়া ইসলামীয়া ফাযিল মাদ্রাসা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম জানান, পরীক্ষা চলাকালীন সময় সকল ধরনের বিশৃঙ্খলা রোধে পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তারা প্রস্তুত রয়েছেন। প্রতি কেন্দ্রে একজন করে দায়িত্বশীল কর্মকর্তা রয়েছেন এবং প্রতিটা কেন্দ্রের প্রতি আমরা পরীক্ষা চলাকালীন নজরদারী করছি। আশা করছি র্নিবিঘ্নে নকল মুক্ত পরীক্ষা সম্পন্ন করতে পারব।