শুক্রবার, ২ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | দক্ষিণ আইচা | মনপুরা | শশীভূষণ | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে যুবদল নেতার পিতার মৃত্যু, নাজিম উদ্দিন আলমের শোক।। লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে যুবদল নেতার পিতার মৃত্যু, নাজিম উদ্দিন আলমের শোক।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, কামরুজ্জমান শাহীন : চরফ্যাশন উপজেলার দুলার হাট থানার নীলকমল ইউনিয়নের সাবেক ছাত্রদলের সভাপতি বর্তমানে যুবদল নেতা মোঃ আশরাফ উদ্দিন বাবলুর পিতা সাবেক মোম্বার আলহাজ্ব নুর মোহাম্মদ (৯২) বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেন।(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। বৃহম্পতিবার (১নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তিনি ৯ছেলে, ৩ কন্যা ও ২স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চরফ্যাশন-মনপুরার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলম।
এছাড়া তিনি এক শোক বার্তায় মরহুমের আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক জানিয়েছেন, চরফ্যাশন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, সিনিয়র-সহ-সভাপতি আলহাজ্ব¦ আমিনুল ইসলাম মিন্টিজ, সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন, সহ-সভাপতি জাকির হোসেন বাবলু, যুগ্ম সম্পাদক গোফরান মহাজন, পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব নুরে আলম সিকদার, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সোহেল খান প্রমূখ।
শুক্রবার (২নভেম্বর) সকাল ১০ঘটিকায় মরহুমের জানাযার নামাজ দুলার হাট ঈদগাঁও ময়দানে অুনষ্ঠিত হবে। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন তাঁর পরিবার।