শুক্রবার, ২ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে সাংসদ মুকুলের পক্ষ থেকে পরীক্ষাথীদের ফুল ও কলম বিতরণ।। লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে সাংসদ মুকুলের পক্ষ থেকে পরীক্ষাথীদের ফুল ও কলম বিতরণ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলা-২ আসনের জাতীয় সংসদ সদস্য আলী আজম মুকুল এমপির পক্ষ থেকে বোরহানউদ্দিন উপজেলার কুলসুম রহমান মাধ্যমিক বিদ্যালয় ভ্যানুতে জেএসসি পরীক্ষার্থীদের ফুল ও কলম বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১ নভেম্বর) পরীক্ষা শুরুর প্রথম দিন সাংসদ মুকুলের পক্ষে ৬শত পরীক্ষার্থীদের রজনীগন্ধা ফুল ও কলম বিতরণ করেন পক্ষিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাগর হাওলাদার ও শিক্ষানুরাগী নুর হাওলাদার।
ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানকে সাধুবাদ জানান অভিভাবক,পরীক্ষার্থী ও সচেতন মহল। কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক মো:ফখরুল আলম জানান, স্থানীয় তরুণ সংসদ সদস্য ও বোরহানউদ্দিন- দৌলতখান উপজেলার আপামর জনগনের প্রিয় মানুষ আলী আজম মুকুল এমপির নির্দেশনায় পক্ষিয়া ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান নাগর হাওলাদার, পরীক্ষার্থী ও এর সাথে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে বিদ্যালয়ের প্রধান ফটকে একটি সুদৃশ্য তোরণ নির্মাণ করেন।
সকালে পরীক্ষার হলে শিক্ষার্থীরা প্রবেশ করার সময় ৬শত পরীক্ষার্থী প্রত্যেককে একটি করে কলম ও রজনীগন্ধার স্টিক প্রদান করেন।
স্থানীয় অভিভাবক আব্দুস সাত্তার, এহসানুল হক, গোলাম মাহমুদ, এরশাদ কিবরিয়া,আব্দুর রহমান জানান,আমাদের পরীক্ষার্থীদের কে ফুল ও কলম বিতরণ এই প্রথম দেখলাম। এটি একটি ব্যতিক্রমধর্মী কাজ। তাদের সন্তানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য আলী আজম মুকুল এমপি, চেয়ারম্যান নাগর হাওলাদার ও নুরু হাওলাদারকে তারা অভিনন্দন জানান।
পরীক্ষার্থী আছমা বেগম,মেহেদী হাসান,সহ কয়েকজন জানান, পুরুস্কার পেয়ে আমরা আনন্দিত।
পক্ষিয়া ইউপি চেয়ারম্যান নাগর হাওলাদার জানান, আমাদের সকলের অভিভাবক স্থানীয় এমপির নির্দেশনায় শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা সৃষ্টির জন্য আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। হলে প্রবেশের আগে একটি সুন্দর মন নিয়ে প্রবেশ করুক আমাদের সন্তানেরা এ জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস।