বুধবার, ৩১ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » জাতীয় | রাজধানী | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » ১০ ডিসেম্বরের মধ্যে সব পরীক্ষাসমুহ শেষ করার নির্দেশ ইসির।। লালমোহন বিডিনিউজ
১০ ডিসেম্বরের মধ্যে সব পরীক্ষাসমুহ শেষ করার নির্দেশ ইসির।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির ৮০ ভাগ সম্পন্ন হয়েছে। তফসিলও আগামী এক সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে। তাই আগামী ১০ ডিসেম্বরের মধ্যে দেশের সব স্কুল-কলেজের বার্ষিক পরীক্ষাসহ পাবলিক পরীক্ষাগুলো সম্পন্ন করতে নির্বাচন কমিশন (ইসি) শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে।
বুধবার (৩১ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশনের সভাকক্ষে সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।
হেলালউদ্দীন আহমদ জানান, এ নির্বাচনের গুরুত্ব অনেক বেশি। নির্বাচনে ইভিএম ব্যবহারের পরিকল্পনা আছে।
সংবিধান অনুযায়ী আগামী ২৮ জানুয়ারির মধ্যে সংসদ নির্বাচন করতে হবে। মনোনয়ন দাখিল, বাছাই, প্রত্যাহারের শেষ সময় এবং প্রতীক বরাদ্দ শেষে প্রচারের পর্যাপ্ত সময় দিয়ে তফসিল ঘোষণা থেকে ভোটের দিন পর্যন্ত ৪০-৪৫ দিন ব্যবধান রাখা হয়ে থাকে।