বুধবার, ৩১ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ চায় জাতীয় পার্টি।। লালমোহন বিডিনিউজ
সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ চায় জাতীয় পার্টি।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে চলমান রাজনৈতিক অবস্থা নিয়ে বৃহস্পতিবার (১ নভেম্বর) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্টের ১৬ জনের একটি প্রতিনিধি দল। এমন ঘোষণার পরেই বিকল্পধারা বাংলাদেশের পক্ষ হতে প্রধানমন্ত্রীকে সংলাপে বসার আহবান জানিয়ে চিঠি দিলে তাদের সঙ্গে সংলাপে বসার দিন নির্ধারণ করা হয় শুক্রবার।
জাতীয় ঐক্যফ্রন্ট এবং বিকল্পধারা বাংলাদেশের পর এবার প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ চায় বর্তমান প্রধান বিরোধী দল জাতীয় পার্টি।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সই করা একটি চিঠি নিয়ে বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি সুনীল শুভ রায়।
সুনীল শুভ রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, আসন্ন একাদশ সংসদ নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে আলোচনা এবং এ প্রসঙ্গে তাদের মতামত জানাতেই সংলাপ করতে চান তারা।