
মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে খাল থেকে এক যুবকের উলঙ্গ লাশ উদ্ধার।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে খাল থেকে এক যুবকের উলঙ্গ লাশ উদ্ধার।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,কামরুজ্জামান শাহীন,চরফ্যাশন: চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের মিনাবাজার সংলগ্ন সুরূদ্বীপের খালপার থেকে নাগর(৩৭) নামের এক যুবকের উলঙ্গ লাশ উদ্ধার করেছে শশীভূষণ থানা পুলিশ।
মঙ্গলবার(৩০অক্টোবর) সন্ধা সাড়ে ৭টার দিকে এ লাশ উদ্ধার করা হয়। নাগর আবদুল্লাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শাহেআলমের ছেলে।
শশীভূষণ থানার উপ-পরিদর্শক(এসআই) শাহ নেওয়াজ কবির জানান,এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে সন্ধা সাড়ে ৭টার দিকে এওয়াজপুর ও আবদুল্লাপুর ইউনিয়নের মধ্যবর্তী সুরূদ্বীপের খালপার থেকে এ যুবকের উলঙ্গ লাশ উদ্ধার করা হয়। তিনি আরো বলেন সে পাগল ছিল।
এলাকাবাসী ও আবদুল্লাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো.রাসেল বলেন, নাগর দীর্ঘ ১০বছর যাবৎ অসুস্থ’ছায়া রোগে’ আক্রান্ত ছিল। তাকে ইনঞ্জেকশন দিয়ে বাড়ীতে বেধে রাখতো। এবং এই রোগ উঠলে সে পানিতে নেমে ডুবাতো। গতকাল সোমবার থেকে তাকে খুজে পাওয়া যায়নি।