মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবীতে বোরহানউদ্দিনে মানববন্ধন।। লালমোহন বিডিনিউজ
মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবীতে বোরহানউদ্দিনে মানববন্ধন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে সরকারি চাকুরীতে মুক্তিযোদ্ধা কোটা পূন:বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ব্যানারে ঘন্টাব্যাপী উপজেলা সদরের বাস স্ট্যান্ড ও থানা মোড়ে এই মানববন্ধন হয়।
এসময় বক্তারা সরকারি চাকুরীতে মুক্তিযোদ্ধা সন্তান ও তাদের ছেলে মেয়েদের ৩০% কোটা পূনবহালে সরকারের কাছে জোর দাবি জানান।
মানববন্ধন শেষে একটি র্যালী বের হয়ে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এসে শেষ হয়।
মানববন্ধন শেষে বক্তব্য রাখেন বোরহাউদ্দিন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি বশির উল্লাহ, সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম রুবেল, ভোলা জেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি আবদুর রহমান তুহিন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সহ-সভাপতি আকবর হোসেন টিপু ও শাহজাদা পাটওয়ারী, যুগ্ন সম্পাদক মোঃ হেলাল প্রমুখ।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ দাবির পক্ষে একাত্বতা প্রকাশ করেন।