মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | তথ্যপ্রযুক্তি | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে “সৃজনে উন্নয়নে বাংলাদেশ” শীর্ষক সাংস্কৃতিক উৎসব।। লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে “সৃজনে উন্নয়নে বাংলাদেশ” শীর্ষক সাংস্কৃতিক উৎসব।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : “সৃজনে উন্নয়নে বাংলাদেশ”এই স্লোগানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভোলার বোরহানউদ্দিন সাংস্কৃতিক উৎসব উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (৩০ অক্টোবর) সকালে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী উৎসবটি পালিত হয়েছে।
দিনের শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:আ:কুদদূস এর নেতৃত্বে বোরহানউদ্দিন সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ডাক বাংলো থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলার মুক্তমঞ্চে এসে শেষ হয়ে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাসেল হায়দার, অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার, হিন্দু-বৌদ্ধ-ঐক্য পরিষদের সভাপতি বাবু অনিল কুমার দে।
সভাপতির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা বলেন, এক সময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলা হতো। বর্তমান সরকারের যোগ্য নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। উন্নয়নের প্রত্যেকটি সূচকে বাংলাদেশ আজ অতীতের যে কোন সময়ের চেয়ে অগ্রগামী।
র্যালীতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, জনপ্রতিনিধিগন অংশগ্রহন করেন। সন্ধ্যায় লোকজ মেলা (পিঠা উৎসব,পান মেলা) এবং উন্নয়ন কনসার্ট অনুষ্ঠিত হবে।