রবিবার, ২৮ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনি ও গোয়েন্দা সংস্থা তিক্ষ্ণ দৃষ্টি রাখছে–স্বরাষ্ট্রমন্ত্রী
সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনি ও গোয়েন্দা সংস্থা তিক্ষ্ণ দৃষ্টি রাখছে–স্বরাষ্ট্রমন্ত্রী
লালমোহন বিডিনিউজ, জামিল উদ্দিন, নওগাঁ : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, “আন্দোলনকে পূজি করে যাতে কেউ ধ্বংসাত্বক পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেদিকে সারাদেশের আইনশৃঙ্খলা বাহিনি ও গোয়েন্দা সংস্থা তিক্ষ্ণ দৃষ্টি রাখছে।
ঐক্যপ্রন্টের ৭ দফা দাবী নিয়ে মন্ত্রী বলেন, ড. কামাল একজন রাজনৈতিক ব্যাক্তি তিনি ৭ দফা দিতেই পারেন। দলীয়ভাবে তাদের সেই দাবীর জবাব দেয়া হচ্ছে।
রবিবার (২৮ অক্টোবর) নওগাঁর পত্নীতলায় মডেল থানার ভিত্তিপ্রস্থর স্থাপনের ফলক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ শহিদুজ্জামান সরকার এমপি, সাধন চন্দ্র মজুমদার এমপি, রাজশাহী রেঞ্জের ডিআইজি এম. খুরশিদ আলম, জেলা প্রশাসক মো: মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন, চেম্বার অব কমার্সের সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল প্রমুখ।