রবিবার, ২৮ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বিভাগের খবর | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » এরশাদ যেদিকে, সেদিকেই ক্ষমতার পালা ঝুলে পড়ে-জি এম কাদের।।লালমোহন বিডিনিউজ
এরশাদ যেদিকে, সেদিকেই ক্ষমতার পালা ঝুলে পড়ে-জি এম কাদের।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নবীনগর প্রতিনিধি : জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ানরম্যান জিএম কাদের বলেছেন, এরশাদ যে সিদ্ধান্ত নেন সেদিকেই ক্ষমতার পালা ঝুলে পড়ে। আমরা আগে যে উৎসবমুখর নির্বাচন দেখতাম তা এখন লক্ষ্য করা যাচ্ছে না। এখন সরকার এবং সরকার বিরোধীরা স্ব-বিরোধী কথা বলে যাচ্ছে। একদল বিভিন্ন দাবি দিচ্ছে আরেকদল তা মানবে না।
রবিবার (২৮ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পাইলট স্কুলমাঠে জাতীয় পার্টি আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।
কাদের বলেন, আগামী নির্বাচনে আমরা যে কোন এক জোটের হয়ে নির্বাচন করব। সেটা মহাজোটের সঙ্গে হতে পারে। আবার অন্য কোন দলের সঙ্গে হতে পারে। অনেকে বলেন, আপনারা একেক সময় একেক ধরণের কথা বলেন এটা আদর্শের বিরুদ্ধে যায় না? আমরা আছি সুশাসনের পক্ষে। আমরা মানুষকে সুশাসন দিয়েছিলাম।
এরপরে যারা সরকারে ছিল তারা দেশটাকে মাদকে ভরে ফেলছে, এটা থেকে মানুষ পরিত্রাণ চায় ।
এসময় আরো উপস্থিত ছিলেন জাপা প্রেসিডিয়াম সদস্য, সুনীল শুভ রায়, মেজর (অব. খালেদ আখতার,এসএম ফয়সাল হোসেন চিশতী, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল ইসলাম ভূইয়া, উপজেলা জাপার সদস্য সচিব মোসলেম উদ্দিন মৃধা প্রমুখ ।