শনিবার, ২৭ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » পুত্রের লাঠির আঘাতে পিতার মৃত্যু।। লালমোহন বিডিনিউজ
পুত্রের লাঠির আঘাতে পিতার মৃত্যু।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, সিরাজগঞ্জ প্রতিনিধি : তাড়াশে পুত্রের লাঠির আঘাতে ওসমান আলী প্রামাণিক (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ অক্টোবর) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল ইসলাম বুলবুল জানান, দিঘিসগুনা গ্রামের ওসমান প্রামাণিকের একমাত্র ছেলে ফারুক আইন বিষয়ে পড়াশোনা শেষে সিরাজগঞ্জ আদালতে শিক্ষানবিশ হিসাবে কাজ করছেন। এজন্য তাকে সিরাজগঞ্জ শহরে থাকতে হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় ছেলে বাড়িতে এলে বাপ-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাঁশের লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করে ফারুক। এতে গুরুতর আহত হলে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।
তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, শুক্রবার দুপুরে নিহতের বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। ঘটনার পর থেকে ছেলে ফারুক পলাতক রয়েছে।