শনিবার, ২৭ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বিভাগের খবর | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » চট্টগ্রামে ঐক্যপ্রন্টের সমাবেশ চলছে, মঞ্চে ঐক্যপ্রন্টের নেতারা।। লালমোহন বিডিনিউজ
চট্টগ্রামে ঐক্যপ্রন্টের সমাবেশ চলছে, মঞ্চে ঐক্যপ্রন্টের নেতারা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চট্টগ্রাম : চট্টগ্রামের সমাবেশ মঞ্চে উপস্থিত হয়েছেন ড. কামাল হোসেনসহ ঐক্যফ্রন্টের নেতারা। কাজীর দেউরি এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে নূর আহমেদ সড়কের সামনে সমাবেশ চলছে।
বেলা ১২টা থেকে সমাবেশস্থলে আসতে শুরু করে জনতা। এতে মঞ্চের একপাশের রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। আরেকপাশের রাস্তা বন্ধ না থাকলেও যানবাহন চলাচল করছে না।
বিকাল তিনটার দিকে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ২টা থেকে ঐক্যফ্রন্টের স্থানীয় নেতারা বক্তব্য দেয়া শুরু করেছেন। এরপর মঞ্চে একে একে ঐক্যফ্রন্টের নেতারা উপস্থিত হন।
দুপুর আড়াইটার দিকে মঞ্চে উপস্থিত হন প্রধান অতিথি গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। এরপর আসেন সমাবেশের প্রধান বক্তা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদূদ আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর সভাপতি আ স ম আবদুর রবসহ ঐক্যফ্রন্টের অন্যান্য নেতারা।
এদিকে এম এ আজিজ স্টেডিয়াম থেকে সমাবেশস্থলের রাস্তার পুরোটাই দখলে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সমাবেশস্থলের রাস্তার ফুটপাতের জনতাকে অবস্থান করতে দেয়া হচ্ছে না।