শনিবার, ২৭ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বৃদ্ধকে পিটিয়ে আহত করলো ইউপি মেম্বার।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে বৃদ্ধকে পিটিয়ে আহত করলো ইউপি মেম্বার।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নুরুল আমিন : ভোলার লালমোহনে মো. আহসান নামের এক বৃদ্ধকে বেদম পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে উপজেলার কালমা ইউনিয়ন ৩নং ওয়ার্ড মেম্বার আঃ রশিদ এর বিরুদ্ধে।
শুক্রবার (২৬ অক্টোবর) দুপুরে কালমা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, কালমা ৩নং ওয়ার্ড মেম্বার আঃ রশিদের সাথে একই ওয়ার্ডের কালু মৃধা বাড়ির বৃদ্ধ আহসান মৃধার সাথে পুর্ব থেকেই শত্রুতা চলে আসছে। ফলে মেম্বার সুযোগ পেলেই বিভিন্ন পন্থায় আহসান মৃধার ক্ষতি করার চেষ্টায় লিপ্ত থাকে। ইউপি নির্বাচনের সময় আহসান গংরা রশিদ মেম্বারের পক্ষ করেনি বলেই এ রোষানলের সৃষ্টি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
বৃদ্ধ আহসান মৃধা আওয়ামী লীগের পরিক্ষিত ত্যাগি কর্মী বিধায় কালমা ইউপি চেয়ারম্যান আসন্ন সংসদ নির্বাচনের ৩নং ওয়ার্ডের নির্বাচনী কেন্দ্র কমিটি গঠনের ফরম পুরণ করার দায়িত্ব দেন তাকে। রশিদ মেম্বার তার কাছ থেকে ফরমগুলো ছিনিয়ে নিতে চাইলে ফরম দিতে অস্বীকার করে এবং ফরমগুলো চেয়ারম্যানের কাছেই জমা দেবে বলে জানায় আহসান। এতে ক্ষিপ্ত হয়ে রশিদ মেম্বার বৃদ্ধ আহসানকে ফরাজি বাজার রাস্তার উপর থেকে টেনে ইউনিয়ন পরিষদের পিছনে বাগানের ভেতর তাকে বেদম মারপিট করে। তার ডাকচিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করে। এমন ন্যাক্কারজনক ঘটনার ন্যায় বিচার দাবি করছেন স্থানীয়রা।