
সোমবার, ২২ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বাস চাপায় যুবকের মৃত্যু।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে বাস চাপায় যুবকের মৃত্যু।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে যাত্রিবাহী বাসের চাপায় হাছনাইন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২২ অক্টোবর) বিকালে ভোলা - চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের সাদাপোল বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত হাছনাইন তালতলী এলাকার মো. শাহে আলমের ছেলে।
জানা যায়, নিজ এলাকা তালতলী থেকে অটোরিক্সাযোগে (বোরাক) শশুর বাড়ির উদ্দেশ্যে গজারিয়া যাচ্ছিলেন হাছনাইন। পথিমধ্যে পেছন থেকে চরফ্যাশনগামী মালিক সমিতির ডাইরেক্ট বাস অটোরিক্সাটিকে থাক্কা দেয়। এতে অটো থেকে পড়ে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় হাছনাইন।
এদিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছলেও এমন মর্মান্তিক ঘটনায় বাস বা বাসের চালককে আটক করা সম্ভব হয়নি।
লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর জানান, এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।