শনিবার, ২০ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » দেশের ষোল কোটি মানুষ শেখ হাসিনার সাথে ঐক্যবদ্ধ -এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
দেশের ষোল কোটি মানুষ শেখ হাসিনার সাথে ঐক্যবদ্ধ -এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,নুরুল আমিন: ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, দেশের ষোল কোটি মানুষ শেখ হাসিনার সাথে ঐক্যবদ্ধ। কোন ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা যাবেনা। উপজেলার কালমা ইউনিয়নের ফরাজি বাজার এলাকায় ২০ অক্টোবর শনিবার বিকাল ৪টায় কালমা ইউনিয়ন দক্ষিন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি শাওন বলেন, দেশের সকল শ্রেনি পেশার মানুষ শেখ হাসিনাকে ভালবাসে। শেখ হাসিনা ক্ষমতায় এলেই দেশে উন্নয়ন হয়। আগামী নির্বাচনে আবারো নৌকায় ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। কালমা ইউনিয়ন দক্ষিন যুবলীগের আহবায়ক হাসান বিশ্বাসের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক দিদারুল ইসলাম অরুন, উপজেলা যুবলীগের সভাপতি ইমাম হোসেন হাওলাদার, সহসভাপতি বদিউজ্জামান বাদল, সাধারন সম্পাদক আবুল হাসান রিমন, ছাত্রলীগের সভাপতি জাকির বিশ্বাস, সাধারন সম্পাদক জসিম ফরাজি, শ্রমিক লীগের সভাপতি জাকির হোসেন পঞ্চায়েত, স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক তানজিম হাওলাদার, কালমা ইউনিয়ন দক্ষিন আওয়ামী সভাপতি বজলু রহমান মৃধা, সাধারন সম্পাদক শাহজাহান মিয়া প্রমুখ। অনুষ্ঠানে কালমা ইউনিয়নের ৪,৬,ও ৭নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠনের জন্য সভাপতি ও সম্পাদকসহ অন্যান্য পদ প্রত্যাশীদের নাম প্রস্তাব করা হয়।