শুক্রবার, ১৯ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » খেলা | জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে নৌকা বাইচ দেখতে গিয়ে কিশোরের মৃত্যু।। লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে নৌকা বাইচ দেখতে গিয়ে কিশোরের মৃত্যু।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলা ক্রিড়া সংস্থার আয়োজনে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে গিয়ে নৌকা উল্টিয়ে নীচে পরে শরীফ মাতাব্বর (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আরো ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা বোরহাউদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শুক্রবার (১৯অক্টোবর) বিকাল ৫টার দিকে নৌকা বাইচ প্রতিযোগিতার সময় এ দূর্ঘটনা ঘটে।
নিহত কিশোর উপজেলা ১নং গঙ্গাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জয়া গ্রামের প্রবাসী মোঃ জাকির মাতাব্বরের ছেলে।
সাত্তার বেপারী এবং জাফর আখন নামের আহত ৫জনের দুজনের পরিচয় পাওয়া গেলেও বাকীদের নাম জানা যায়নি। উদ্ধারকৃতদের বোরহাউদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) অসিম কুমার সিকদার এ তথ্য নিশ্চিত করেন।