
সোমবার, ১৫ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » ভাতিজার শেয়াল ধরার ফাঁদে চাচার মৃত্যু।। লালমোহন বিডিনিউজ
ভাতিজার শেয়াল ধরার ফাঁদে চাচার মৃত্যু।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, রাজবাড়ী প্রতিনিধি : ভাতিজার মুরগির খামারে পেতে রাখা বৈদ্যুতিক শেয়াল ধরার ফাঁদে জড়িয়ে রাজবাড়ী জেলা সদরের রামকান্তপুর ইউনিয়নে মফিজ মিয়া (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ অক্টোবর) সকালে রামকান্তপুর ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামে মফিজের লাশ দেখে স্থানীয়রা।
নিহত মফিজ মিয়া রামকান্তপুর ইউপির ৩নং ওয়ার্ডের আমানুল্লাহ মিয়ার ছেলে।
ইউপি সদস্য মো. হারেজ শেখ জানান, মফিজ একজন মাছ চাষী। রাতে ভাতিজা অপুর মুরগির খামারের পাশেই তার পুকুরে মাছ পাহারা দিতে গেলে ভাতিজার মুরগির খামারে পেতে রাখা বৈদ্যুতিক শেয়াল ধরার ফাঁদে জড়িয়ে তার মৃত্যু হয়।