শনিবার, ১৩ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » তারেক জিয়ার বিরুদ্ধে সাজার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল।। লালমোহন বিডিনিউজ
তারেক জিয়ার বিরুদ্ধে সাজার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, কামরুজ্জামান শাহীন : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক ২১আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
শনিবার(১৩আগস্ট) দুপুর সোয়া ২টায় দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি রফিকুল ইসলাম রফিক এবং সাধারণ সম্পাদক আসিফুর রহমান বিপ্লবের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রায়সাহেব বাজার মোড় থেকে শুরু হয়ে বংশাল থানার সামনে দিয়ে তাঁতীবাজার মোড়ে গিয়ে শেষ হয়।
এসময় বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সম্পাদক এম আর গণি মোস্তফা, সহ-সভাপতি আব্দুল জলিল,শফিকুল ইসলাম ইমন,খালিদ শুভ,এ.ডি.এম বাকির জুয়েল,আব্দুল হান্নান, রেজাউল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক কে এম সাখাওয়াত হোসেন,আলী হাওলাদার,আব্দুল মান্নান, মিজানুর রহমান শরিফ, মো.সালাউদ্দিন,ইব্রাহিম কবির মিঠু,সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমিন সাদিক,সহ-সাধারণ সম্পাদক শাহ জামাল,জোবায়ের আহমেদ,প্রচার সম্পাদক জুয়েল মৃধা,ছাত্রনেতা খোরশেদ আলম কাজল প্রমূখ।