শনিবার, ১৩ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | তজুমদ্দিন | দৌলতখান | বোরহানউদ্দিন | রাজধানী | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ভোলায় পন্টুনের অভাবে জীবনঝুঁকি নিয়ে লঞ্চে উঠছে যাত্রীরা।। লালমোহন বিডিনিউজ
ভোলায় পন্টুনের অভাবে জীবনঝুঁকি নিয়ে লঞ্চে উঠছে যাত্রীরা।। লালমোহন বিডিনিউজ
বিশেষ প্রতিনিধি : চতুর্দিক নদী বেষ্টিত ভোলা জেলার সর্বদক্ষিণের উপজেলা চরফ্যাশন। প্রতিদিন চরফ্যাশনের বেতুয়া ও ঘোষেরহাট থেকে প্রায় ৫/৬টি লঞ্চ ঢাকা রুটে চলাচল করছে।
যাতায়াত পথে জেলার লালমোহন উপজেলার মঙ্গলশিকদার ঘাট, তজুমদ্দিন উপজেলার তজুমদ্দিন ঘাট, বোরহানউদ্দিন উপজেলার আলিমুদ্দিন বাংলাবাজার ঘাট ও দৌলতখা উপজেলায় যাত্রী উঠানামা করে। প্রতিদিন ঢাকা থেকে ভোলা বা ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে প্রায় দু-সহস্রাধিক যাত্রী উঠানামা করলেও লঞ্চে উঠতে নেই কোন পন্টুন।
লঞ্চগুলো যাত্রী উঠানামা করার জন্য নদীর তীরেই সিড়ি ফেলে যাত্রী উঠাতে হয়। এতে কোন ঘাটে পন্টুন নেই আবার কোন ঘাটে পন্টুন থাকলেও তা ভাঙ্গাচোরা পড়ে থাকায় প্রতিদিনই জীবন ঝুঁকি নিয়ে সিড়ি বেয়ে লঞ্চে উঠছেন তারা।
একাধিক যাত্রী ক্ষোভের সঙ্গে বলেন, জীবন ঝুঁকি প্রতিদিন লঞ্চে উঠলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখেও না দেখার ভান করছে। সিড়ি বেয়ে উঠতে গিয়ে নারী পুরুষ হাঁটুর উপর পানি মাড়িয়ে লঞ্চে উঠতে হয়। বেশি দূর্ভোগ পোহাতে হয় নারী ও বাচ্চাদের কে।
বর্তমানে ভোলার এ রুটটি ব্যাস্ততম হলেও কেন যে কর্তৃপক্ষ না দেখার ভান করছে বুঝতে পারছিনা।