শনিবার, ১৩ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » ৭দিনের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হবে- মওদুদ।।লালমোহন বিডিনিউজ
৭দিনের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হবে- মওদুদ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আমরা (বিএনপি) ক্ষমতায় গেয়ে ৭দিনের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে দেব।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব কনফারেন্স লাউঞ্জে জিয়া পরিষদ আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি।
সাংবাদিকদের উদ্দেশ্যে মওদুদ বলেন, আগে সামান্য ঘটনায়ও গণমাধ্যম কর্মীগণ তাদের পত্রিকা প্রকাশ বন্ধ করে আন্দোলন করেছে। কিন্তু দুখের বিষয় বর্তমানে সাংবাদিকদের মধ্যে সে ঐক্য নেই।
সরকারের অপকর্ম যাতে প্রকাশ না পায় তাই এ ডিজিটাল নিরাপত্তা আইন করে গণমাধ্যমের কন্ঠরোধ করা হচ্ছে দাবি করে মওদুদ বলেন, গণমাধ্যম যাতে সরকারের সমালোচনা করতে না পারে তাই এই আইন প্রণয়ন করা হয়েছে। এ আইনের ৭/৮ ধারা রয়েছে যা সংবিধান পরিপন্হী। বিশেষ করে ৪৭ ধারায় পুলিশ কে যে সীমাহীন ক্ষমতা দেয়া হয়েছে সে ক্ষমতা একসময় রক্ষী বাহিনীর ছিল। এখন পুলিশ মন চাইলেই কোন অভিযোগ, মামলা বা কোর্টের আদেশ ছাড়াই যে কাউকে তল্লাশী করে তাদের মূল্যবান মালামাল জব্দ করতে পারবে।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপার্সনের উপদেস্টা ও জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. আব্দুল কুদ্দুস, বিএনপি যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রমূখ।