শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে মা ইলিশ ধরার অপরাধে ৫ জনের জেল।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে মা ইলিশ ধরার অপরাধে ৫ জনের জেল।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,এইচ. এম এরশাদ বোরহানউদ্দিন : ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদীতে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ দুটি অভিযানে ৫ জেলেকে আটক করা হয়েছে। আটককৃত জেলেরা হলেন দুলাল (৫৪), আবুল কালাম (৫৫) রুহুল আমিন (২৪) লালু মাঝি(৫০) মঞ্জু (২৫)। এরা সবাই বোরহানউদ্দিন উপজেলার জেলে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহীন জানান, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:আ:কুদদূস এর নেতৃত্বে উপজেলা মৎস্য অধিদপ্তরের সম্ময়নে বৃহস্পতিবার রাত ও শুক্রবার স্থানীয় তেতুলিয়া নদীতে দুটি অভিযান পরিচালনা করা হয়। শুকবারের অভিযানের সময় মা ইলিশ ধরার অপরাধে সাচড়া ইউনিয়নের আজিজুল এর ছেলে দুলাল,আব্দুল খালেক এর ছেলে আবুল কালাম এবং শফিউলের ছেলে রুহুল আমিন কে আটক করা হয়। অন্যদিকে বৃহস্পতিবার রাতে মাছ বিক্রয়ের অপরাধে মঞ্জু ও লালু মাঝি আটক করা হয়। পরে উপজেলা নির্বাহি কর্মকর্তা মো:আ:কুদদূস শুক্রবার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুলাল (৫৪), আবুল কালাম (৫৫) রুহুল আমিন (২৪) মঞ্জু এবং লালু মাঝি মমিন কে ১বছর কারাদন্ড দেন।