মঙ্গলবার, ৯ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | তথ্যপ্রযুক্তি | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে ‘বাল্য বিবাহ নিরোধ দিবস’ উপলক্ষে মানবন্ধন।। লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে ‘বাল্য বিবাহ নিরোধ দিবস’ উপলক্ষে মানবন্ধন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে ‘বাল্য বিবাহ নিরোধ দিবস’ উপলক্ষে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে চরফ্যাশন সদর রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনোয়ার হোসেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট(ভোলা) আবু বকর সিদ্দিকী, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস, টিবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানভীর আহমেদ, সাবেক প্যানেল মেয়র এইচ এম মোর্শেদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাব রক্ষক মো.হেমায়েত উদ্দিনসহ মহিলা অধিদপ্তরের বিভিন্ন সমিতির সভানেত্রী ও প্রশিক্ষনার্থী এবং টিবি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন।