
মঙ্গলবার, ৯ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | বিনোদন | মুক্তমত | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনে ২দিন ব্যাপী শিশু মেলার উদ্বোধন।। লালমোহন বিডিনিউজ
তজুমদ্দিনে ২দিন ব্যাপী শিশু মেলার উদ্বোধন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিন উপজেলা প্রশাসন ও ভোলা জেলা তথ্য অফিসের যৌর্থ আয়োজনে ২দিন ব্যাপী “শিশু মেলার উদ্বোধন করা হয়েছে।
মেলা উপলক্ষে মঙ্গলবার (৯ অক্টোবর ) সকাল ১০ টায় একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রিভার ভিউ কিন্ডার গার্টেনের খেলার মাঠ এলাকার মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়।
পরে তজুমদ্দিন উপজেলা নির্বাহি অফিসার প্রশান্ত কুমার দাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ বি এম খলিলুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা বেগম সাজু।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ আলহাজ্ব ফারুক আহম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতিকুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রেজাউল ইসলাম ও ইন্দ্রজিৎ দেবনাথ, রিভার ভিউ কিন্ডার গার্টেনের পরিচালক মীর ফরিদ উদ্দিন, চাঁদপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিতালী দত্ত, চাদপুর নুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জোসেব মিয়া, চাঁদপুর ফজিলতুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিন মিয়া, পশ্চিম চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব চন্দ্র দাস।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেলা তথ্য কর্মকর্তা আহসান কবির।
শিশু মেলায় মোট ৫ টি ষ্টল অংশ নেয়। অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। মেলা চলবে সকাল ৯টা থেকে সকাল ১১ টা পর্যন্ত।