
রবিবার, ৭ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | তথ্যপ্রযুক্তি | শিরোনাম | সর্বশেষ » সমাপ্ত হলো তজুমদ্দিনের ৩দিনের উন্নয়ন মেলা।। লালমোহন বিডিনিউজ
সমাপ্ত হলো তজুমদ্দিনের ৩দিনের উন্নয়ন মেলা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, তজুমদ্দিন প্রতিনিধি : সারা দেশের সাথে একযোগে ভোলার তজুমদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে “উন্নয়নের অগ্রযাত্রায় অদম্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যে ৩ দিনের উন্নয়ন মেলার সমাপ্ত হয়েছে।
উন্নয়ন মেলার সমাপনী উপলক্ষে সন্ধ্যা ৬টায় মেলা প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহি কর্মকর্তা প্রশান্ত কুমার দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক দেওয়ান।
আরো মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন পোদ্দার, তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ ফারুক আহাম্মদ, উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ তালুকদার, উপজেলা শিক্ষা অফিসার মোঃ শওকত আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপ কুমার পাল, সমবায় অফিসার আব্দুল জব্বার, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আমির হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা সঞ্জিব কুমার সাহা, উপজেলা প্রকৌশলী মাহাবুবুর রহমানসহ উপজেলার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উন্নয়ন মেলায় এবছর মোট ৪০টি ষ্টল অংশ নেয়। প্রতিদিন দুপুর ২ টায় শুরু হয়ে মেলা চলে রাত ৮টা পর্যন্ত। এবারের মেলায় প্রধান অাকর্ষণ ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যায় শুরু হয়ে চলতো রাত ৮টা পর্যন্ত। মেলায় যারা নিজেদের উন্নয়ন কর্মকান্ড দেখিয়ে দর্শক প্রিয়তা অর্জন করেছেন তাদের পুরস্কৃত করা হবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।