
রবিবার, ৭ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | রাজধানী | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ১০ অক্টোবর রায় কে কেন্দ্র করে বিশৃঙ্খলার চেষ্টা করলে প্রতিহত করবে যুব মহিলা লীগ-অপু উকিল।। লালমোহন বিডিনিউজ
১০ অক্টোবর রায় কে কেন্দ্র করে বিশৃঙ্খলার চেষ্টা করলে প্রতিহত করবে যুব মহিলা লীগ-অপু উকিল।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য অধ্যাপিকা অপু উকিল বলেছেন, আগামী ১০ অক্টোবর ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় প্রদান করা হবে। খুনি তারেকের বিরুদ্ধে সাজা ঘোষণা হলে এই রায়কে কেন্দ্র করে কোনও অপশক্তি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে বাংলাদেশ যুব মহিলা লীগ রাজপথে থেকে তা কঠোরভাবে প্রতিহত করবে।
বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে রবিবার (৭ সেপেটম্বর) বিকেল ৩টায় রাজধানীর জুরাইন শেখ কামাল উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা মহানগর দক্ষিণ যুব মহিলা লীগ কর্তৃক আয়োজিত প্রচার পত্র বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
প্রচার পত্র বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট সানজিদা খানম এম পি এবং কদমতলি থানা আওয়ামী লীগ নেতা মোঃ ফারহাদ হোসেন নাঈম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর দক্ষিণ যুব মহিলা লীগের নেতৃবৃন্দ।