শনিবার, ৬ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » অর্থনীতি | জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » মেঘনা ও তেতুলিয়ায় ২২ দিন মা ইলিশ ধরা নিষিদ্ধ।। লালমোহন বিডিনিউজ
মেঘনা ও তেতুলিয়ায় ২২ দিন মা ইলিশ ধরা নিষিদ্ধ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, মাকসুদুর রহমান পারভেজ : মা ইলিশ রক্ষার জন্য রবিবার (৭ অক্টোবর) থেকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশের ন্যায় ভোলার লালমোহনের মেঘনা ও তেতুলিয়া নদীতে ইলিশ ধরা বন্ধ থাকবে।
মা ইলিশের প্রজনন নিরাপদ করার জন্য বিগত কয়েক বছরের ন্যায় এবারও আশ্বিনের পূর্ণিমা লক্ষ্য রেখে এ নিষেধাজ্ঞা আরোপ করেছে মৎস্য অধিদপ্তর।
এ সময় ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুদ পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করে সচেতনতামূলক সভা, মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়।
নিষেধাজ্ঞা কার্যকর করতে মৎস্য অধিদপ্তর কোস্ট গার্ড, নৌপুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।
বিগত বছরগুলোতে যেসব এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের অভিযোগ পাওয়া গেছে, সে সব এলাকায় এবার বাড়তি নজরদারি রাখা হবে বলে জানান সংশ্লিষ্ট কতৃপক্ষ।
আর যেসব জেলেরা সরকারের এ আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে ১ বছর থেকে ২ বছরের কারাদন্ড বা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হবে।
এ ব্যাপারে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ অনিক রহমান বলেন, ভরা প্রজনন মৌসুমে মেঘনা ও তেতুলিয়া নদীতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। পুলিশ ও কোস্টগার্ড আমাদের সহযোগিতা করবে। আইন অমান্যকারীদের ছাড় দেওয়া হবেনা।