বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | বিনোদন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে বর্ণাঢ্য আয়োজনে শুরু হল উন্নয়ন মেলা।। লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে বর্ণাঢ্য আয়োজনে শুরু হল উন্নয়ন মেলা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩ দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা শুরু হয়েছে।
উন্নয়ন মেলা উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার সদর রোডের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে ফ্যাশন স্কয়ারে এসে শেষ হয়।
মেলা উপলক্ষে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উপর ফ্যাসন স্কয়ার ঘিরে ৮০টি স্টল বসানো হয়েছে।
বর্তমান সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রমের প্রান্তিক পর্যায়ের জনগণের সামনে তুলে ধরার উদ্দেশ্যে মেলার আয়োজন করা হয়েছে। এছাড়াও মেলায় পরিবেশ, বন ও জলবায়ুর পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের প্রায় ৪হাজার কোটি টাকা উন্নয়নের চিত্র তুলে ধরে স্টলগুলো সাজানো হয়েছে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোভন বসাক, প্রেসক্লাব সভাপতি আবুল হাসেম মহাজন, মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা ফারুক মিলা, চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ (ওসি) এনামূল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা র্যালীতে অংশগ্রহণ করেন।