মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন বাজারে সিটি কম্পিউটার দোকোনে দুর্ধর্ষ চুরি।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বাজারে সিটি কম্পিউটার দোকোনে দুর্ধর্ষ চুরি।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,মিজানুর রহমান লিপু : লালমোহন বাজারে সদর রোডের সিটি কম্পিউটার দোকানে দুর্ধর্ষ চরি হয়। সোমবার রাতে দোকানের উপরের চালা কেটে চোর প্রায় ৪০ টি ব্রান্ডের মোবাইল নিয়ে যায়। খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ঘটনা পরিদর্শন করেন। এব্যাপারে দোকানের মালিক আরিফ বলেন, আমি প্রতিদিনের মত রাতে দোকান বন্ধ করে বাসায় যাই এবং সকালে দোকান খুলে দেখি দোকানের তাকে থাকা অনেক গুলো মোবাইল নেই। দোকানের উপরের চাল কেটে চোর প্রবেশ করে ৪০ টির ও বেশি মোবাইল নিয়ে যায় যার আনুমানিক মূল্য প্রায় ১২ লক্ষ টাকা । লালমোহন বাজারে এর পূর্বেও অনেক বার দোকান চুরি হলেও আজ পর্যন্ত কোন চোর ধরা পরেনি। ধারনা করা হয়,বাজারের পাহাড়াদারদের দায়িত্ব অবহেলার কারনেই বাজারে বারবার চুরি হচ্ছে। এব্যাপারে লালমোহন বাজার ব্যাবসায়ী সমিতি সহ প্রশাসন ঘটনা তদ্বন্ত করছে বলে যানা যায়।