মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে মৎস্যচাষীদের মাঝে প্রযুক্তিগত বিভিন্ন উপকরণ বিতরণ।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে মৎস্যচাষীদের মাঝে প্রযুক্তিগত বিভিন্ন উপকরণ বিতরণ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলায় স্থানীয় মৎস্য অধিদপ্তর মঙ্গলবার দুপুরে ৯ ইউনিয়নের মৎস্য চাষীদের মাঝে প্রযুক্তিগত বিভিন্ন উপকরণ বিতরণ করেছে। আধুনিক প্রযুক্তির আশ্রয়ে বিজ্ঞান সম্মত উপায়ে চাষীদের মৎস্য চাষে সর্বোত্তম সেবা প্রদানের লক্ষ্যে এ কাযক্রম গ্রহণ করা হয়েছে। উপজেলা মৎস্য অফিস সূত্র জানায়, এনএটিপি-২ প্রকল্পের আওতায় বোরহানউদ্দিন উপজেলার ৯ ইউনিয়ন লিফদের প্রত্যকের মধ্যে ট্যাবলেট মোবাইল, সিমকার্ড, ১৬ জিবি মেমরি কার্ড, ৩২ জিবি ফ্লাসড্রাইভ, কাভার ও সেফটি গ্যাস প্রদান করা হয়। এছাড়া ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন পরিষদে এনএটিপি-২ প্রকল্পের মাধ্যমে মৎস্য তথ্য ও পরামর্শ কেন্দ্র স্থাপনের অংশ হিসাবে পক্ষিয়া সহ ৭টি ইউনিয়নের লিফকে একটি টেবিল, ৩টি চেয়ার ও একটি ফাইল কেবিনেট প্রদান করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহীন জানান,এসব উপকরণ বিতরণের ফলে গ্রামীণ প্রান্তিক মৎস্য চাষীদের কষ্ট ও সময় নষ্ট করে উপজেলায় না এসে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ থেকে দ্রুত সময়ে আধুনিক মৎস্য পরামর্শ সেবা গ্রহন করতে পারবে।